BHBFC Online Application Form for Government Employee

  বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন
২২, পুরানা পল্টন, ঢাকা।


সরকারি কর্মচারী এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক/কর্মচারীদের গৃহনির্মাণ ঋণের নিয়মাবলী

১। গৃহ নির্মাণ/ফ্ল্যাট ক্রয় ঋণের জন্য আবেদনকারী সরকারি কর্মচারী কিংবা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক/কর্মচারীদের চাকুরী স্থায়ী হতে হবে;


২। গৃহ নির্মাণ ঋণ প্রাপ্তির জন্য সরকারি কর্মচারিদের সর্বোচ্চ বয়সসীমা হবে ৫৮ (আটান্ন) বছর; বিশ্ববিদ্যালয়ের শিক্ষক/কর্মচারীগণ অবসোত্তর ছুটিতে গমনের ০১ বছর পূর্ব পর্যন্ত আবেদন করতে পারবেন;
৩। কোন সরকারি কর্মচারী কিংবা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক/কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রজু এবং দুর্নীতি মামলার ক্ষেত্রে চার্জশীট দাখিল হলে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ নীতিমালার আওতায় ঋণ গ্রহণের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না;
৪। চাকুরীতে চুক্তিভিত্তিক, খণ্ডকালীন ও অস্থায়ী ভিত্তিতে নিযুক্ত কোন কর্মচারী এই নীতিমালার আওতায় ঋণ পাওয়ার যোগ্য হবেন না;
৫। ঋণ প্রাপ্তির উদ্দেশ্যে প্রস্তাবিত ভূমি বা ফ্ল্যাট সম্পূর্ণ দায়মুক্ত হতে হবে;
৬। আবেদনকারীকে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত নকশা এবং বিধি মোতাবেক বাড়ি নির্মাণ করতে হবে;
৭। ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে কেবলমাত্র সম্পূর্ণ তৈরি (Ready) ফ্ল্যাটের জন্য ঋণ প্রদান করা হবে;
৮। বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন কর্তৃক নির্ধারিত ব্যাংকে আবেদনকারীর একটি হিসাব থাকতে হবে। উক্ত হিসাবের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মচারীর বেতন/ভাতা/পেনশন এবং গৃহ নির্মাণ বা ফ্ল্যাট ক্রয় ঋণ বিতরণ ও আদায় সংক্রান্ত সমুদয় কার্যক্রম পরিচালিত হবে;
৯। স্বামী ও স্ত্রী একটি জমির মালিক হলে একক ঋণ হিসেবে গণ্য হবে। একাধিক মালিক হলে গ্রুপ ঋণ হবে। গ্রুপ ঋণের ক্ষেত্রে ১জন সরকারি কর্মচারী কিংবা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক/কর্মচারী হলে শুধু তিনি সরকারি কর্মচারী কিংবা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক/কর্মচারী ঋণ পাবেন। গ্রুপের অন্যান্য পক্ষ কর্পোরেশনের প্রচলিত ঋণ পাবেন। গ্রুপের সকল পক্ষের ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত দলিলপত্র ফেরত দেয়া হবে না।

সাহায্যের জন্য ফোন করুন : ০২-৯৫৬১৩৮০ , ই-মেইল : helpdesk@bhbfc.gov.bd